Latest News

সাংসদের রহস্যময় মৃত্যু, দেহ মিলল মুম্বইয়ের হোটেলে

দ্য ওয়াল ব্যুরো : সোমবার মুম্বইয়ের এক হোটেলে পাওয়া গেল সাংসদ মোহন ডেলকরের মৃতদেহ। তিনি দমন ও দিউ থেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সাংসদ আত্মহত্যা করেছেন।

সিলওয়াসা অঞ্চলে ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে মোহন ডেলকর রাজনৈতিক জীবন শুরু করেন। পরে আদিবাসীদের নানা দাবিদাওয়া নিয়ে লড়াই করেছেন। ১৯৮৫ সালে তিনি গড়ে তুলেছিলেন আদিবাসী বিকাশ সংগঠন। মোট সাতবার সাংসদ হয়েছিলেন। একসময় তিনি ছিলেন কংগ্রেসে। ২০১৯ সালের লোকসভা ভোটে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

৫৮ বছর বয়সী মোহন ছিলেন দু’টি সন্তানের পিতা। যে হোটেলে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে, তা মেরিন ড্রাইভে অবস্থিত। পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, “একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তদন্ত চলছে। কীভাবে সাংসদের মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের পরেই জানা যাবে।”

You might also like