Latest News

১২ লাখ টাকার জন্য খুন, দেড় সপ্তাহ ধরে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: ভারী থাম ও কম্বল জড়ানো অবস্থায় নদীর নীচ থেকে উদ্ধার হল দেড় সপ্তাহ ধরে নিখোঁজ কয়লা ব্যবসায়ীর দেহ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই কয়লা ব্যবসায়ীর কাছে ১২ লক্ষ টাকা আছে জানতে পেরেই তাঁকে খুন করার পরিকল্পনা করে এক দম্পতি। এই ঘটনায় আরও দু’জন জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। নিহত ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম (২৮)।

মুর্শিদাবাদ জেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সফিকুল। তিনি বিভিন্ন ইটভাটায় কয়লা সরবরাহ করতেন। ২২ নভেম্বর বাড়ি থেকে ১২ লাখ টাকা নিয়ে জামুড়িয়া যান কয়লা কিনতে। রাতে আশ্রয় নেন আকলপুর গ্রামের কাট্টু খানের বাড়িতে। তারপর থেকে সফিকুলের আর কোনও খোঁজ মেলেনি।

২৩ নভেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন সফিকুলের স্ত্রী সামিনা ইয়াসমিন। ২৬ নভেম্বর কাট্টু ও তার স্ত্রী মদিনা বিবি-সহ তিনজনের নামে অপহরণের অভিযোগ করে সামিনা দ্বারস্থ হন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের। অভিযোগ জানানো হয় জামুড়িয়া থানাতেও।

জামুড়িয়ার চান্দা মোড় থেকে কাট্টু খান ও তার স্ত্রীকে ধরে পুলিশ। তাদের আটক করে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে জামুড়িয়া থানার পুলিশ। টানা জেরার মুখে ভেঙে পড়ে শেষপর্যন্ত তারা খুনের কথা স্বীকার করে।

দুই অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পারে, শ্বাসরোধ করে খুন করার পর মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে ফেলা হয় সফিকুলের। এরপর দেহটি কাঁথা-কম্বলে জড়িয়ে ভাঙা পিলারের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হয় দুবরাজপুর ইলামবাজার রাস্তায় রসুলপুরের শাল নদীতে।

পুলিশ সূত্রে জানা গেছে, সফিকুলের কাছে থাকা ওই ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য নিয়ে ষড়যন্ত্র করে হত্যা করে কাট্টু ও তার স্ত্রী। দেহ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাট্টুর লরির গাড়ির চালক শেখ আনামুলকেও ষড়যন্ত্রে সামিল করা হয়। পুরো সময় ঘটনাস্থলে আরও এক ব্যক্তি উপস্থিত ছিল বলেও পুলিশ জানতে পেরেছে, তবে সেই ব্যক্তি কে এবং তার কী ভূমিকা ছিল, সে কথা পুলিশ এখনও জানতে পারেনি। এখনও ধরা পড়েনি শেখ আনামুল।

অভিযুক্তদের কথামতো পুলিশ শাল নদীর ওই অংশে তল্লাশি চালিয়ে দেহের সন্ধান পায়। গ্রেফতার করা হয় কাট্টু ও তার স্ত্রীকে। ময়নাতদন্তের জন্য দেহটি সিউড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবারই আদালতে হাজির করানো হয় ধৃত কাট্টু খান ও আমিনা বিবিকে। তাদের সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে।

You might also like