
ঘটনাস্থল বিধাননগর উত্তর থানা এলাকার বিএ ব্লকের ১৪ নম্বর বাড়ি। বাড়ির চার তলা গেস্ট হাউস হিসাবে ব্যবহৃত হয়। চারতলার একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সেই ঘর থেকেই বিকট আওয়াজ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল গিয়ে দরজা ভেঙে এক মহিলাকে উদ্ধার করে ঝলসে যাওয়া অবস্থায়। গোটা ঘটনার তদন্ত করছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
ওই বাড়ির বাসিন্দা এক মহিলার দাবি, পুলিশ এলে তাদের আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তারা গড়িমসি করে, তাদের সঙ্গে দুর্ব্যবহারও করে।