Latest News

বাংলাদেশের সাতক্ষীরায় পুজো মণ্ডপের সামনে বিস্ফোরণ

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মাঝেই শঙ্কা। পুজো প্যান্ডেলের সামনেই বিস্ফোরণ ঘটল বাংলাদেশের সাতক্ষীরায়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ শ্যামনগরের হরিহর নগর বাজার প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশবাহিনী। প্যান্ডেলের কাছেই উদ্ধার হয় চারটি তাজা বোমা। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, বিস্ফোরণের পর তাঁরা চার জনকে পালাতে দেখেছেন।

বাংলাদেশের একটি প্রথম শ্রেণির সংবাদ মধ্যমকে সাতক্ষীরার শীর্ষ পুলিশ আধিকারিক আমিনুল বাচ্চু বলেন, “কী কারণে এই বিস্ফোরণ তা খয়িয়ে দেখা হচ্ছে।” সোমবার দুপুর অবধি ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। পুজোর সময় যাতে কোনও সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে সাতক্ষীরার পুলিশ প্রশাসন ওই অঞ্চলে প্রচুর পুলিশ মোতায়েন করেছে বলে জানিয়েছেন তিনি।

You might also like