Latest News

দিল্লির ভোটের আগে বিজেপির জন্য দুঃসংবাদ, সঙ্গ ছাড়ছে দীর্ঘদিনের শরিক অকালি দল

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাস আগে মহারাষ্ট্রের ভোটের পর বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল তার সবচেয়ে পুরানো শরিক শিবসেনা। দিল্লি বিধানসভা ভোটের যখন এক মাসও বাকি নেই, তখন জানা গেল আর এক পুরানো শরিক শিরোমণি অকালি দলও বিজেপির সঙ্গ ছাড়ছে।

দিল্লিতে ১০ লক্ষ শিখ ভোটার আছেন। মোট ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০ টিতে তাঁরা নির্ণায়ক।

অকালি দলের পাশাপাশি বিজেপির হাত ছাড়ল তাদের নতুন শরিক জনতান্ত্রিক জনতা পার্টি। হরিয়ানায় ভোটের সময় তাদের সঙ্গে বিজেপির বন্ধুত্ব হয়। দলের নেতা দুষ্যন্ত চৌতালা হরিয়ানার বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি জোট ছাড়া নিয়ে মন্তব্য করেননি। অকালি দলের নেতা এম এস সিরসা বলেন, “বিজেপি যদি সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে না চলতে চায়, তাহলে আর কী করা যাবে। তারা আমাদের বড় শরিক। তাদের কথা শুনেই চলতে হবে।”

কিছুদিন আগে অকালি দলের নেতা সুখবীর বাদল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার দল মনে করে, সিএএ-তে কোনও ধর্মীয় সম্প্রদায়ের নাম উল্লেখ করা উচিত নয়। তার বদলে কেবল সংখ্যালঘু শব্দটি উল্লেখ করা উচিত।”

সোমবারই শোনা যায়, জনতা দল ইউনাইটেড এবং লোক জনশক্তি পার্টির সঙ্গে বিহারের ভোট নিয়ে সমঝোতায় এসেছে বিজেপি।

You might also like