
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডিসেম্বরে রাজ্যে ধামাকা হবে, এমনই একটা প্রচার বেশ কয়েক মাস ধরে বিজেপির (BJP) পক্ষ থেকে করা হচ্ছে। শনিবার কাঁথিতে গিয়ে এর পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, এই ডিসেম্ব মাসেই তিনি হালকা করে দরজা খুলবেন, আর তাতেই বাংলা থেকে ভ্যানিস হয়ে যাবে বিজেপি। অভিষেকের এই মন্তব্যের পর অনেকে ভেবেছিলেন, ডিসেম্বর ধামাকা নিয়ে তর্জা বুঝি থামল। কিন্তু না, এই ইস্যুতে ফের মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বললেন, “ডিসেম্বরে ঠান্ডা পড়বে, সরকার কাঁপবে।”
রবিবার আলিপুরদুয়ার থেকে বাগডোগরা হয়ে দিল্লি যাওয়ার আগে ঝটিকা সফরে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে যান সুকান্ত মজুমদার। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দলীয় বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই, ডিসেম্বরের ঠান্ডায় সরকার কেঁপে যাওয়া মন্তব্যটি করেন বিজেপির রাজ্য সভাপতি।
পাশাপাশি পঞ্চায়েত ভোট নিয়েও মুখ খোলেন সুকান্তবাবু। বলেন, “জলপাইগুড়ি জেলা পরিষদ আমরাই দখল করব। সেদিকে লক্ষ্য রেখেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল ঠিক করা হচ্ছে।” উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সবকটি জেলা পরিষদই শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে আছে।
ঠান্ডায় সরকারের কেঁপে যাওয়া মন্তব্য নিয়ে মুখ খুলেছে তৃণমূল। দলীয় মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, “বিজেপি দিবা স্বপ্ন দেখছে। আসলে সুকান্তবাবু জলপাইগুড়ির জামাই। শ্বশুরবাড়ির এলাকায় আসলে ভাড়ী ভাড়ী কথা বলতে হয়। তা না বল্লে জামাইয়ের মান থাকে না। তাই উনি এসব বলছেন।” উল্লেখ্য, সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ হলেও তাঁর শ্বশুরবাড়ি জলপাইগুড়িতে। মাঝেমধ্যেই সেখানে তিনি সপরিবারে যান।
চার বছরের শিশুকে মেরে হাঁটু ভেঙে দিল শিক্ষিকা! বানান ভুল করার নির্মম ‘শাস্তি’ জলপাইগুড়িতে