
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিজেপির বিক্ষোভে (BJP Protest) তুমুল অশান্তি নদিয়ায় (Nadia)। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় (CM Administrative Meeting) কেন বিজেপির সাংসদ-বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি, সেই প্রশ্ন তুলে পথে নামলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
মিছিল করে সভাস্থলের দিকে রওনা দিলে এক কিলোমিটার দূরেই পুলিশ তাদের থামিয়ে দেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সেখান থেকেই পুলিশ তাদের হটিয়ে দেয়।
বৃহস্পতিবার রানাঘাটের ছাতিমতলা মাঠে মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন বিজেপির এই মিছিলকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে তৃণমূল।
এদিন বিজেপির ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। ছিলেন নদিয়ার আরও কয়েক জন বিজেপি বিধায়ক। বিজেপি নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন।
তবে বৈঠকের অনেক আগেই, ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে আটকে দেওয়া হয় বিজেপি মিছিলটি। মিছিলে অংশ নেওয়া বিজেপি নেতাদের দাবি, লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারি অনুষ্ঠান হচ্ছে, অথচ জনপ্রতিনিধি হয়েও তাঁরা আমন্ত্রণ পাননি। তাঁরা অপমানিত।
মঞ্চে উঠবেন কোন নেতা! নন্দীগ্রাম দিবসে গোকুলনগরে তৃণমূলের সভায় তুমুল অশান্তি