
ভবানীপুরের ভোটগণনা শুরু কিছুক্ষণেই, উত্তেজনায় ফুটছে তৃণমূল
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল ২ মে। তারপর রাজ্যের একাধিক প্রান্তে হিংসার অভিযোগ উঠেছিল। বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর অত্যাচারের সেসব ঘটনায় কাঠগড়ায় ছিল শাসকদল তৃণমূল। ভোট পরবর্তী এই হিংসার ঘটনাগুলি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। বড় ঘটনাগুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এখনও চলছে সেই তদন্তের কাজ। আরও একটা ভোট পেরিয়ে গেছে। উপনির্বাচন হলেও ভবানীপুরের ভোটকে নিয়ে উত্তেজনা গতবারের নন্দীগ্রামের চেয়ে কিছু কম নয়, কারণ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী। তাঁর জেতা হারার উপর নির্ভর করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারের ভবিষ্যৎ। তাই এই ভোটের ফল যাই হোক না কেন, কোনওরকম হিংসার ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারেই কলকাতা পুলিশের তৎপরতা চান প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
হাইকোর্টের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তিনি বলেছেন, আমি আপনাকে অনুরোধ করছি, কলকাতা পুলিশকে নির্দেশ দিন, ভবানীপুরে ভোটের রেজাল্টর পর যাতে কোনও হিংসার ঘটনা না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নিক কলকাতা পুলিশ। কারণ ২ মে’র পর কী হয়েছিল গোটা দেশ দেখেছে। তৃণমূল কর্মীরা সেসময় যা করেছে তার জন্য পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁটে হয়ে গেছে। এবার যেন ভোট পরবর্তী হিংসায় আর কোনও প্রাণ না যায়, আগেভাগে সতর্ক হোক প্রশাসন। কলকাতা হাইকোর্ট হিংসা রুখতে কড়া নির্দেশ দিক, আর্জি প্রিয়াঙ্কার।