Latest News

কমিশনের দফতরের সামনে বিজেপি-পুলিশ সংঘর্ষে, ভোটের আগে তাতছে লবণহ্রদ

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিধাননগর পুরসভা সহ বাংলার চার পুরসভার নির্বাচন। মঙ্গলবারই ছিল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। বিজেপির অভিযোগ ছিল, মনোয়ন জমা দিতে বাধা দিয়েছে তৃণমূল। এবার সেই অভিযোগ নিয়েই রাজ্য নির্বাচন কমিশনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা।

বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবাদ বিক্ষোভ ঘিরে বিজেপি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। নির্বাচন কমিশনের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

এদিন বিজেপির যুব মোর্চার কর্মীদের দাবি ছিল, কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট করানো। পাশাপাশি, মনোনয়ন জমা দিতে তৃণমূল কর্মীরা বাধা দিয়েছে বলেও অভিযোগ তুলে নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি নেয় তারা। সেই কর্মসূচি চলাকালীনই পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে।

বিজেপি নেতা কল্যাণ চৌবে ও বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁকেও আটক করা হয়। এদিন বিক্ষোভের নেতৃত্বে ছিল তাঁরা। বিক্ষোভকারীদের আঘাতে এক পুলিশ কর্মীও আহত হন বলে খবর।

You might also like