Latest News

মোদীর রাজ্যে বিজেপিতে সংকট, ছুটলেন নরেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের (Gujarat) রাজ্যপালের সঙ্গে দেখা করে শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন বিজয় রূপানি (Vijay Rupani)। গোটা মন্ত্রিসভাই ইস্তফা দিয়েছে। সামনের বছরের শেষে ভোট হতে চলা নরেন্দ্র মোদী, অমিত শাহের রাজ্যে যখন এমনই সংকট তৈরি হয়েছে তখন তা মেটাতে আমদাবাদ ছুটলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar)।

আকাশ থেকে ড্রোনে চড়ে এল ভ্যাকসিন! তেলেঙ্গানায় অভিনব নজির

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতা তরুণ চুঘ গুজরাতের নেতাদের নিয়ে বৈঠক করবেন। সেখানেই চূড়ান্ত হয়ে যাবে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন তাও ঠিক হবে বিজেপির গুজরাত প্রদেশ কমিটির বৈঠকে।

আমদাবাদে পৌঁছে নরেন্দ্র সিং তোমর বলেছেন, “আমরা এখানে এসেছি পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নিতে। ভারতীয় জনতা পার্টির গুজরাত প্রদেশ সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের সুপারিশ আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাব। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” সোমবার গুজরাতে যাওয়ার কথা কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীরও।

গুজরাত বিধানসভায় ১৮২টি আসন রয়েছে। ২০১৭ সালের ভোটে ৯৯টি আসন জিতেছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল ৭৭টি আসন। ঘটনা হল সেই ভোটের এক বছর আগে বিজয় রূপানিকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছিল আনন্দীবেন পটেলকে সরিয়ে। অনেকের মতে ভোটের এক বছর আগে প্রতিষ্ঠান বিরোধিতা ঢাকতে এবারও একই কায়দায় বিজয় রূপানিকে সরিয়ে দিয়ে নতুন মুখ আনার কৌশল নিয়েছে বিজেপি।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like