
দ্য ওয়াল ব্যুরো: ৬০ আসনের ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচনের জন্য শনিবার ৪৮জন প্রার্থীর (candidates) নাম ঘোষণা করল বিজেপি (BJP)। দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব একটু আগে তালিকা প্রকাশ করেছে।
তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম নেই। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার নাম থাকলেও দল ক্ষমতা ধরে রাখতে পারলে তাঁর পরিনতি কী হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে। প্রার্থী তালিকায় নাম রয়েছে প্রতিমার।
ত্রিপুরায় বিপ্লব দেবকে মাঝপথে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে রাজ্যসভার সদস্য করা হয়েছে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার ভূমিকায় দল মোটেই সন্তুষ্ট নয়। কর্নাটকে বাসবরাজ বোম্বাই এবং ত্রিপুরায় মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে রেখেই বিধানসভার ভোটে লড়াই করবে বিজেপি। কিন্তু দল ক্ষমতায় টিকে গেলে তাঁদের গদি হারানো একপ্রকার সময়ের অপেক্ষা।
ত্রিপুরার ক্ষেত্রে সেই সম্ভাবনা প্রবল করে তুলল প্রতিমাকে প্রার্থী করার সিদ্ধান্ত। মহিলা ভোটের সিংহভাগ দলের বাক্সে টেনে আনা ছাড়াও আঞ্চলিক নানা ইস্যুকে সামনে রেখে উত্তর-পূর্বের এই প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যে গুরুত্ব বাড়ছিল।
বিজেপির সঙ্গে এখন কোনও দলের জোট নেই। আদিবাসীদের পার্টি আইপিএফটির সঙ্গে জোট অনেক আগেই ভেঙে গিয়েছে। তারপরও মনোনয়নপত্র পেশের আর দু’দিন বাকি থাকা সত্ত্বেও ১২টি আসন ফাঁকা রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল। যা থেকে স্পষ্ট জোটের রাস্তা খোলা রাখল পদ্ম শিবির।
এবারের প্রার্থী তালিকায় মন্ত্রীদের প্রায় সবাইকেই টিকিট দেওয়া হয়েছে। তবে জনতার ক্ষোভের কথা বিবেচনায় রেখে ২১ আসনে প্রার্থী বদল করেছে পদ্ম শিবির। ৪৮জনের মধ্য প্রতিমা-সহ ১১জন মহিলা প্রার্থী।
শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক অভিষেক: ওঁকে ধরা হোক, সব জানেন, বিনয়ের সঙ্গে দু’বার কথা বলেছে