Latest News

ত্রিপুরায় বিড়ম্বনায় বিপ্লব শিবির, সুদীপের বৈঠকে বিজেপির বিক্ষুব্ধদের ভিড়

দ্য ওয়াল ব্যুরো: তাহলে কি সলতে পাকানোর কাজটা এবার প্রকাশ্যেই শুরু করে দিলেন ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপি নেতা সুদীপ রায় বর্মন?

কয়েক দিন আগেই জানা গিয়েছিল কলকাতায় এসেছেন ত্রিপুরার একাধিক বিজেপি বিধায়ক। সেই তালিকায় সুদীপ রায় বর্মন ছাড়া নাম ছিল বরদোয়ালির বিধায়ক আশিষ সাহা ও সুরমার বিধায়ক আশিষ দাসের। শোনা গিয়েছিল তৃণমূল নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বিপ্লব দেব বিরোধী শিবিরের এই বিধায়করা।

তারপর রবিবার আগরতলায় যা ঘটল তা দেখে অনেকেই বলছেন, কলকাতা সফর সেরে ফিরেই দৌত্য শুরু করে দিলেন সুদীপরা। এদিন আগরতলা শহরের প্রাণকেন্দ্রে তুলসীবতী স্কুলে বৈঠকে বসেছিলেন সুদীপ। সেখানে একাধিক বিজেপি বিধায়ক সহ নেতারা উপস্থিত ছিলেন। হাজির হয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রণজয় দেবও।

এই বৈঠক প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেছেন, দলে ক্ষোভ রয়েছে। কিন্তু প্রদেশ নেতৃত্ব তাতে কর্ণপাত করছেন না। তাঁদের কথা শুনতেই এই বৈঠকে বসেছিলাম। যদিও ত্রিপুরা বিজেপি-র নেতারা সাফ জানাচ্ছেন, এই বৈঠকে দলের কোনও অনুমোদন নেই। কেউ ব্যক্তিগত ভাবে কয়েকজনকে নিয়ে বসে থাকলে তা নিয়ে আলোচনা হবে।

পর্যবেক্ষকদের মতে, সুদীপের এই দৌত্য বিড়ম্বনায় ফেলবে বিপ্লব দেব শিবিরকে। অনেকে যোগ-বিয়োগ করে এও বলতে চাইছেন, ক্রমশ সংখ্যা কমছে মুখ্যমন্ত্রীর গোষ্ঠীতে। তবে তৃণমূল এখনই এ নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছে না।
বিপ্লব-সুদীপ কোন্দল ত্রিপুরায় নতুন নয়। দুই শিবিরে সামাজিক মাধ্যমের যুদ্ধ ত্রিপুরার রাজনীতিতে রুটিনে পরিণত হয়েছে। ত্রিপুরায় ভোট হবে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু একুশ থেকেই যে ভাবে ওয়ার্ম আপ শুরু হয়েছে তা দেখে অনেকেই বলছেন, আগামী দেড় বছর ঘটনার ঘনঘটা চলবে।

You might also like