
গত ১১ ডিসেম্বর ফিরোজাবাদের টুন্ডলার ব্লক ডেভেলপমেন্ট অফিসে গণবিবাহের আসর বসেছিল। সেখানে বোনকে বিয়ে করেন দাদা। তবে সত্য চাপা থাকার কথা নয়। বিয়ের আসরের ছবি স্থানীয় লোকজনের মোবাইলে ঘুরছিল। গ্রামবাসীরা দুজনের ছবি দেখেই চিনতে পারেন। আরে এরা তো আসলে ভাই-বোন!
প্রশাসনের কানে খবর যেতেই এফআইআর দায়ের করা হয়। তদন্ত চলছে। লোকটির আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার জানিয়েছেন, ঘটনায় জড়িত সকলের ভূমিকা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ভুয়ো দম্পতিকে দেওয়া উপহার সামগ্রী ফেরত নেওয়া হয়েছে।
When money and wealth becomes the only desired thing then one can do anything for it.
— Shaheen (@Me_The_Falcon) December 15, 2021
A young man married with his own sister in the greed of money under the Chief Minister’s Mass Marriage scheme in a ceremony held in UP’s #Firozabad. Four more cases of forgery reported in the Mass Marriage Ceremony. FIR registered against the accused, investigation on.
— Akhlad khan (@BawaNaaved) December 15, 2021
Intehai sharmanak bat hay , .so sad 😢
— Ahmed khan (@Ahmedkh66920972) December 16, 2021
গোটা ঘটনাটি শুধু লোকটিরই মস্তিষ্কপ্রসূত না তার বোনেরও এতে সায় ছিল, তা এখনও জানা যায়নি।