Latest News

বোনকে বিয়ে এই ব্যক্তির! সামাজিক স্কিমের টাকা পাওয়ার লোভ না অন্য কিছু?

দ্য ওয়াল ব্যুরো: পয়সার লোভে (greed) (money) নিজের বোনকে বিয়ে? নাকি গরিবির (poverty) চাপে বাধ্য হয়ে সামাজিক নিয়মনীতির সীমারেখা লঙ্ঘন? কারণ যাই-ই হোক না কেন, উত্তরপ্রদেশের (up)  এক ব্যক্তির নিজের বোনকে (sister) বিয়ে করার (marriage) ঘটনায় শোরগোল ছড়িয়েছে। বিস্তর চর্চা চলছে সোস্যাল মিডিয়ায়। এমন অবাস্তব সম্ভাবনাকে বাস্তবায়িত করেছেন উত্তরপ্রদেশের ফিরোজাবাদের লোকটি। অভিযোগ, মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা স্কিমের (government scheme) টাকা পাওয়ার জন্য গণবিবাহের আসরে নিজের বোনের গলায় মালা পরিয়েছেন কীর্তিমান দাদা! ওই স্কিমের আওতায় গণবিবাহের আয়োজন (mass marriage) করেছিল রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর। ৫৫টি দম্পতির বিয়ে দেওয়া হয়। স্কিমের আওতায় নবদম্পতিদের প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে  দিচ্ছে সরকার। অর্থাত মোট ৭০ হাজার টাকা। তাছাড়া সংসার সাজানোর নানা টুকিটাকি জিনিসপত্রও উপহার দেয়। স্কিম অনুসারে কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে ২০ হাজার টাকা। ১০ টাকার সামগ্রী উপহার হিসাবে দেওয়া হবে।

গত ১১ ডিসেম্বর ফিরোজাবাদের টুন্ডলার ব্লক ডেভেলপমেন্ট অফিসে গণবিবাহের আসর বসেছিল। সেখানে বোনকে বিয়ে করেন দাদা। তবে সত্য চাপা থাকার কথা নয়। বিয়ের আসরের ছবি স্থানীয় লোকজনের মোবাইলে ঘুরছিল। গ্রামবাসীরা দুজনের ছবি দেখেই চিনতে পারেন। আরে এরা তো আসলে ভাই-বোন!

প্রশাসনের কানে খবর যেতেই এফআইআর দায়ের করা হয়। তদন্ত চলছে। লোকটির আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার জানিয়েছেন, ঘটনায় জড়িত সকলের ভূমিকা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ভুয়ো দম্পতিকে দেওয়া উপহার সামগ্রী ফেরত নেওয়া হয়েছে।

গোটা ঘটনাটি শুধু লোকটিরই মস্তিষ্কপ্রসূত না তার বোনেরও এতে সায় ছিল, তা এখনও জানা যায়নি।

 

You might also like