Latest News

বাংলাদেশে ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাচ্ছে কাল, এপারেও দেখানোর ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: প্রীতিলতা ওয়াদ্দেদারের (Pritilata Waddedar) জীবনী অবলম্বনে লেখা বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালবাসা প্রীতিলতা’ দুই বাংলাতেই প্রশংসিত হয়েছে। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অবিভক্ত বাংলার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নারীকে নিয়ে তৈরি সিনেমা (biopic) বীরকন্যা প্রীতিলতা। আগামীকাল বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম-সহ দেশের বড় শহরগুলিতে রিলিজ হতে যাচ্ছে সেলিনার উপন্যায় অবলম্বনে তৈরি সিনেমাটি। বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় তৈরি এই সিনেমাটি এপার বাংলায় দেখানোর ব্যাপারে সরকারি ও বেসরকারি স্তরে আলাপ আলোচনা চলছে।

সিনেমাটির নির্মাতা প্রদীপ ঘোষ। প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশে টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ নুসরত ইমরোজ তিশা। মনোজ প্রামাণিক অভিনয় করেছেন বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে। মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু।

তিসা, মনোজরা গত কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সিনেমাটির বিষয়ে পড়ুয়াদের মধ্যে প্রচার চালান। প্রথম দিনের প্রথম শো-এর টিকিট উপহার দেন।

নির্মাতা প্রদীপ ঘোষ বলেছেন, প্রীতিলতাকে নিয়ে সিনেমাটি করার পিছনে প্রধান প্রেরণা বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মামুদ। প্রদীপ বলেন, পরিকল্পনা করেছিলাম, সূর্য সেনের উপর ছবি বানানো। তথ্যমন্ত্রী বললেন, সূর্য সেনকে নিয়ে ভারতে সিনেমা হয়েছে। প্রীতিলতাকে নিয়ে তেমন বড় কাজ হয়নি। তাঁর অবদানও কালজয়ী।

সিনেমাটিতে প্রীতিলতার বিপ্লবী জীবনের পূর্ণাঙ্গ বিবরণ আছে। মাস্টারদার নির্দেশে ১৯৩২-এর সেপ্টেম্বরে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে সাফল্যের সঙ্গে আক্রমণ শানান প্রীতিলতা ও তাঁর বিপ্লবী সহযোদ্ধারা। তাঁর উপরই ছিল নেতৃত্বের ভার। শহরের পাহাড়তলির ওই ক্লাব ছিল ইংরেজ অফিসারদে ফূর্তি করার জায়গা। ক্লাবের গায়ে বোর্ডে লেখা থাকত, ‘ডগ এন্ড ইন্ডিয়ান প্রহিবিটেড’।

Image - বাংলাদেশে ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাচ্ছে কাল, এপারেও দেখানোর ভাবনা
চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব, এখন।

দিনটি ছিল ২৪ সেপ্টেম্বর। রাত দশটা। সাহেব-মেমদের আনন্দ ফূর্তিতে আচমকা ছন্দপতন ঘটিয়ে ক্লাবঘর কেঁপে ওঠে বিস্ফোরণে। চলে গুলি। সংঘর্ষে পায়ে গুলি লাগে প্রীতিলতার। অভিযান শুরুর আগেই শপথ নিয়েছিলেন, বীরের মতো মরবেন, ব্রিটিশের হাতে ধরা দেবেন না। পটাশিয়াম সায়ানাইড মুখে পুরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন কৃতী ছাত্রী বছর কুড়ির তরুণী। স্বাধীনতার লড়াইয়ে তিনিই বাংলার প্রথম নারী শহিদ। চট্টগ্রামে বিপ্লবীদের লুট করা সেই অস্ত্রাগার এবং ইউরোপিয়ান ক্লাব বাংলাদেশ সরকার সংরক্ষিত বাড়ি ঘোষণা করে নিজেদের অধীনে রেখেছে।

অভিনেত্রী তিসা সংবাদমাধ্যমকে বলেছেন, প্রীতিলতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসা মাত্র রাজি হয়েছিলাম। সম্মানিত বোধ করেছিলাম। তবে কাজটা ছিল অত্যন্ত কঠিন। কারণ, প্রীতিলতাকে নিয়ে কোনও অডিও, ভিডিও ডক্যুমেন্ট নেই। বই পড়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছে।

সাগরদিঘির ভোট: দিলীপকে প্রার্থী করল বিজেপি, বাম-কংগ্রেস কি জোট করবে?

You might also like