
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের হিংসার ঘটনায় পদক্ষেপ করল প্রশাসন (Birbhum Violence)। সেখানকার ওসিকে ক্লোজ করা হয়েছে। অপসারিত হয়েছেন এলাকার এসডিপিও। নবান্নের তরফে তিন সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখবে বিশেষ তদন্তকারী দল। ঘটনায় নিন্দার ঝড় চারদিকে।
অপসৃত এসডিপিও-র নাম সায়ন আহমেদ এবং যে ওসিকে ক্লোজ করা হয়েছে তাঁর নাম ত্রিদিব প্রামাণিক।
সোমবার রাতে রামপুরহাটের স্থানীয় এক তৃণমূল নেতা খুন হন। ভরসন্ধ্যায় ব্যাপক বোমাবাজি চলে এলাকায়। উপপ্রধান ভাদু শেখকে মেরে ফেলা হয় বোমার আঘাতেই। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অগ্নিগর্ভ রামপুরহাট। গত রাতেই সেখানকার ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঝলসে মারা যান অনেকে। অফিসিয়ালি ৭ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তবে স্থানীয় সূত্রের দাবি মৃত অন্তত ১০ জন। অধিকাংশই মহিলা।
দগ্ধ লাশের মিছিল রামপুরহাটে, অনুব্রত বললেন টিভি ফেটে আগুন!
অভিযোগ, ভাদু শেখের খুনের বদলা নিতেই পাল্টা ঘরে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূল কর্মীদের দিকেই। রাতে যখন সকলে ঘুমোচ্ছিলেন, সেইসময় ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এমন মারাত্মক ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। তারপরেই ওসি ও এসডিপিও-র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য, টিভি ফেটে তিন-চারটে বাড়িতে আগুন লেগেছে।