Latest News

অনুব্রতর জেলায় এসপি বদল, নগেন্দ্রকে পাঠানো হল পুলিশ ডিরেক্টরেটে

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের (Birbhum) পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে (Nagendra Tripathi) সরিয়ে দিল নবান্ন। সেই জায়গায় আনা হল ভাস্কর মুখোপাধ্যায়কে। নগেন্দ্রকে পাঠানো হল রাজ্য পুলিশের ডিরেক্টরেটে।

শুধু তাই নয়, রাজ্য পুলিশে আরও রদবদল করা হয়েছে।নবান্ন সূত্রে আগেই এই রদবদলের খবর ছিল। অনেক এসপির, ডিআইজি পদোন্নতি হয়েছিল। সেই তালিকায় ছিলেন নগেন্দ্র ত্রিপাঠীও। পুলিশ সুপার থেকে নগেন্দ্রকে পুলিশ ডিরেক্টরেটের ওএসডি করা হল।

নগেন্দ্রর জায়গায় বীরভূম জেলার পুলিশ সুপার করে আনা হল ভাস্কর মুখোপাধ্যায়কে। তিনি এতদিন সুন্দরবনের পুলিশ সুপার ছিলেন। ভাস্করের জায়গায় সুন্দরবনের পুলিশ সুপার করা হল কোটেশ্বর রাওকে। দুর্নীতি দমন শাখার (হেড কোয়ার্টার) পুলিশ সুপার ছিলেন তিনি।

Nagendra Tripathi

প্রসঙ্গত, শনিবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের মাড়গ্রাম। বোমা ফেটে মৃত্যু হয়েছে দু’জনের। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বীরভূম জেলার এসপি বদল করার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ভাঙড়ের হাতিশালার ঘটনায় তদন্তে তৎপর পুলিশ, আটক আরও পাঁচ

You might also like