
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: মাড়গ্রামের ঘটনা নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। শনিবার রাতে বোমা বিস্ফোরণে (Birbhum Blast) মৃত্যু হয়েছে দু’জনের। এই ঘটনায় মৃত পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখের দেহ সোমবার গ্রামে পৌঁছয়। যা নিয়ে থমথমে পরিবেশ। এদিকে, এই ঘটনায় মূল অভিযুক্ত সুজাউদ্দিন শেখ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তার রাজনৈতিক পরিচয় নিয়ে যখন দড়ি টানাটানি চলছে, তখন তার স্ত্রী দাবি করলেন, ‘কংগ্রেস নয়, তৃণমুলেই আছে সুজাউদ্দিন।’.
মাড়গ্রামে ঘটনা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Clash) বলে সরব হয়েছেন বিরোধীরা। তবে সেইকথা অস্বীকার করেছে শাসক দল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, ‘মাড়গ্রামের ঘটনায় মনে হচ্ছে বাইরে থেকে কোনও একটা ষড়যন্ত্র হচ্ছে। কারা করেছে, পুলিশ তদন্ত করে দেখবে। এখানে কোনও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই।’
মাড়গ্রামের এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। সুজাউদ্দিন শেখ, লাকি শেখ, বাপি শেখ ও গব্বর শেখ, আকবর শেখ ও ছোট্টু মালের নাম জড়িয়েছে। সোমবার সুজাউদ্দিনের স্ত্রী সোনালী বেগম দাবি করেন, ও এখনও তৃণমূলেই আছেন। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী। এমনকী সুজাউদ্দিন লাল্টু শেখের দাদা পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখের ছায়াসঙ্গী ছিল বলেও দাবি সোনালীর।
বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর স্বামী যুক্ত নয় বলেও দাবি করেন সুজাউদ্দিনের স্ত্রী। সোনালীর কথায়, ঘটনার সময় সুজাউদ্দিন এবং তাঁর ছেলে বাড়িতেই ছিল। খাওয়া দাওয়া করছিল। সেই সময়ই হঠাৎ বোম ফাটার আওয়াজ শোনা যায়।
নওসাদের ফোন ঘেঁটে মিলেছে সোনা ব্যবসায়ীর চ্যাট! চেন্নাই ছুটল কলকাতা পুলিশ