
দ্য ওয়াল ব্যুরো: নবমী নিশি পেরিয়ে দশমীর ভোরের আলো ফুটবে ফুটবে করছে। বুধবার সেই সময়েই নিউটাউনে (Newtown) বেপরোয়া বাইক চালিয়ে লাইট পোস্টে ধাক্কা মেরে মৃত্যু হল এক যুবকের। পিছনে বসে থাকা যুবককে গুরুতর জখম অবস্থায় পাঠানো হয়েছে আরজি কর হাসপাতালে।
এদিন ভোর ৪টে নাগাদ নিউটাউনের রাম মন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন দুই বাইক আরোহী। হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশের দাবি, দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন।
‘আমার পরিবার কেমন আছে?’ প্রতিবেশীকে ফোন করে পুলিশের জালে দিল্লি দাঙ্গায় অভিযুক্ত
নবমীর রাতে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটা যাওয়ার পথে বাইপাসের উপর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক দম্পতি ও তাঁদের শিশুসন্তান। ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাইপাস ধাবার সামনে আটকায় প্রগতি ময়দান থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়ি চালককে।