Latest News

নিজের যৌনাঙ্গ কাটলেন চার বাচ্চার বাবা, স্ত্রী কেন বাপের বাড়িতে পড়ে থাকেন, তাই রাগ

দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে কাজ করেন যুবক (man)। সম্প্রতি বাড়ি ফিরে জানতে পারেন, স্ত্রী দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে গিয়ে থেকেছিলেন। এ কথা শুনে রাগের বশে দিশেহারা হয়ে যান তিনি। এরপর হাতের কাছে ধারালো অস্ত্র পেয়ে নিজের যৌনাঙ্গ (private part) কেটে (chop) ফেলেন। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মাধেপুরা থানার অন্তর্গত রজনী নয়ানগর এলাকায়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন সেই যুবক।

জানা গেছে, শুক্রবার রাতে এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। ওই ব্যক্তির নাম কৃষ্ণা বাসুকি (২৫)। বেশ কয়েকবছর আগে মালোধ এলাকার বাসিন্দা অনিতার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। সূত্রের খবর, কৃষ্ণা পাঞ্জাবের মান্ডিতে থাকেন এবং সেখানেই কাজ করেন। সম্প্রতি বাড়ি ফিরে তিনি জানতে পারেন, তাঁর অবর্তমানে অনিতা নিজের বাপের বাড়িতে গিয়ে অনেকদিন কাটিয়ে এসেছে।

এ কথা শোনামাত্র মাথায় রক্ত চড়ে যায় কৃষ্ণার। হাতের কাছে ধারালো অস্ত্র পেয়ে শেষে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন। এরপর তীব্র যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাঁকে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এইমুহূর্তে তিনি বিপদমুক্ত।

কুকুরকে ‘কুকুর’ ডেকে বিপদ! প্রতিবেশীর ঘুষিতে প্রাণ গেল প্রৌঢ়র

You might also like