Latest News

‘আর বিজেপির হাত ধরার প্রশ্ন ওঠে না’, হঠাৎ কেন একথা বলতে হল নীতীশকে

দ্য ওয়াল ব্যুরো: জল্পনায় জল ঢাললেন নীতীশ কুমার (Nitish Kumar)। আজ পাটনায় এক অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief Minister) বলেন, মহাজোট ছেড়ে বিজেপির (BJP) হাত ধরার প্রশ্নই ওঠে না। আমার সম্পর্কে এমন কথা যাঁরা রটাচ্ছে তাঁরাই আসলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। বিজেপিতে যেতে চাইলে তাঁরা যেতেই পারেন। কাউতে বেঁধে রাখা হয়নি।

গত বছর অগাস্টের গোড়ায় দ্বিতীয়বারের জন্য বিজেপির সঙ্গ ছেড়ে বেরিয়ে এসেছেন নীতীশ। লালুপ্রসাদের আরজেডির নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয়ে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি নিজের দখলে রেখেছেন জনতা দল ইউনাইটেডের এই শীর্ষনেতা। ছয় মাস আগের সেই পর্বেই নীতীশ ঘোষণা করেছিলেন, আর কখনও বিজেপির হাত ধরবেন না।

তাহলে এখন কেন আবার পুরনো প্রসঙ্গ টানলেন বিহারের মুখ্যমন্ত্রী? কেন নতুন করে বিজেপির হাত আর না ধরার সংকল্পের কথা বললেন?

আসলে জনতা দল ইউনাইটেডের নেতা তথা দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান উপেন্দ্র কুশওহা ক’দিন ধরেই ইঙ্গিত করে আসছিলেন নীতীশ ফের ডিগবাজি খেতে প্রস্তুত হচ্ছেন। আরও বলেছেন, জেডিইউতে যিনি যত বড় নেতা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর তত খাতিরের সম্পর্ক।

উপেন্দ্রর সঙ্গে নীতীশের আসলে সম্পর্ক ভাল যাচ্ছে না। জনতা দলের এই নেতার বাসনা ছিল নীতীশ তাঁকে উপমুখ্যমন্ত্রী করবেন। জেডিইউর শীর্ষ নেতা সেই পথে না হেঁটে শুধু জোট শরিক আরজেডির তেজস্বী যাদবকে ওই পদে বসিয়েছেন।

এখন আবার আরজেডির সঙ্গে নানা ব্যাপারে খোটাখুটি লাগছে জেডিইউ-র। লালুপ্রসাদের পার্টির একাংশ বলতে শুরু করেছে, নীতীশ এবার জাতীয় রাজনীতিতে মন দিন। রাজ্যের ভার ছেড়ে দিন তেজস্বীর হাতে। পরিস্থিতি সামাল দিতে নীতীশ প্রকাশ্যে ঘোষণা করেছেন, পরের বিধানসভা নির্বাচনে তেজস্বীই হবেন মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ।

কিন্তু তাতেও আরজেডির নেতাদের মুখে লাগাম দেওয়া যায়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী আরজেডি নেতা চন্দ্রশেখর প্রকাশ্যেই রামচরিতমানসের নিন্দা করেছেন। তা নিয়ে বিজেপির পাশাপাশি নীতীশের দল জেডিইউ-ও সরব হয়েছে। গেরুয়া শিবিরের মতো জেডিইউ-ও দাবি তুলেছে চন্দ্রশেখরকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক। এ নিয়ে দুই শরিকের ঝগড়া তুঙ্গে উঠেছে।

এই সুযোগে নীতীশকে বিপাকে ফেলতে উপেন্দ্র আরজেডির বিরুদ্ধে গলা ছেড়েছেন। সেই সঙ্গে ইঙ্গিত করছেন, নীতীশ তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতে আবার বিজেপির হাত ধরবেন।

বিহারের রাজনৈতিক মহলের খবর, বিজেপিতে যেতে পারেন উপেন্দ্রই। নীতীশের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না। আবার দলে নীতীশের বিরুদ্ধেও কাউকে পাশে পাচ্ছেন না। অগত্যা তাঁর পদ্ম শিবিরে নাম লেখানো সময়ের অপেক্ষা।

নীতীশ আজ নাম না করে এই প্রবীণ নেতার উদ্দেশে বলেছেন, দরজা খোলাই আছে। যেতে চাইলে যে কেউ যে কোনও দলে যেতে পারেন। দলে কাউকে বেঁধে রাখা হয়নি, হবেও না।

মানিককে আবার জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, অঙ্ক এবার আরও বড়

You might also like