
দ্য ওয়াল ব্যুরো: গত বছর হঠাৎই পায়ে আঘাত নিয়ে কোত্থেকে যেন গ্রামে এসে হাজির হয়েছিল সে। ভোলেবাবার চ্যালার পায়ে চোট দেখে গ্রামের লোকজনই দায়িত্ব নিয়ে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে। আদর করে নামও রাখা হয়, ভোলা (Bhola)। কিন্তু সেই ভোলার গুঁতোতেই এখন জেরবার খন্যান্যের বাসিন্দারা।
হুগলির পান্ডুয়ায় (Pandua) খন্যান পশ্চিম পাড়ায় হঠাৎই এসে হাজির হয়েছিল ভোলা নামের এই ষাঁড় (Ox)। পায়ে চোট থাকায় ঠিকমতো হাঁটতেও পারছিল না সে। তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে গ্রামেরই কিছু যুবক। ভাল মন্দ খাওয়া দাওয়ার ফলে বড়সড় হয়ে ওঠে ভোলা। কিন্তু তারপরেই শুরু হয় উৎপাত।
সরাসরি সবজির খেতে নেমে পড়ে ভোলা। চাষের ফসল নষ্ট করার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের দেখলেও তেড়ে আসতে শুরু করে। ইতিমধ্যেই ভোলার গুঁতোয় আহত হয়েছেন ৪ জন। সন্ধ্যার পর তার ভয়ে বাড়ির বাইরে বেরোতে চাইছেন না গ্রামের শিশু এবং মহিলারা। রবিশস্যের মরশুমে আলু, ধান নষ্ট করেছে সে। আমন ধানের বীজও নাকি খেয়ে নিয়েছে ভোলা, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।
আপাতত ভোলার ভয়ে তটস্থ হয়ে রয়েছেন গ্রামের লোকেরা। বন দফতর এসে ভোলাকে গ্রাম থেকে অন্য কোথাও নিয়ে যাক, এটাই এখন চাইছেন তাঁরা।
পরকীয়ায় ঘর ছেড়েছে বৌ, অবসাদে গলায় দড়ি দিলেন স্বামী! গঙ্গাসাগরে হইচই