Latest News

ভবানীপুর খুন: জবানবন্দি দিতে নারাজ অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের ব্যবসায়ী অশোক শাহ এবং স্ত্রী রশ্মিতার হত্যার (Bhawanipur Murder) পাঁচ অভিযুক্তের একজন সুবোধ কুমার সিং বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সামনে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে অস্বীকার করেছে।

প্রথমে সুবোধ তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে সম্মত হয়েছিল। এবং সেই অনুযায়ী পুলিশ আলিপুর আদালতে একটি আবেদন জমা দেয়। কিন্তু অভিযুক্ত ওই প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকার করেছে।

সুবোধ বিহারের বাসিন্দা। লিলুয়ার ১৯ রবীন্দ্র সরণিতে থাকত। তাকে ৯ জুন গ্রেফতার করা হয়। এবং ৫ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

গুজরাতি ব্যবসায়ী দম্পতি অশোক এবং রশ্মিতাকে ৬ জুন তাদের হরিশ মুখার্জি রোডের বাড়িতে খুন করা হয়।

পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যা অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পারে। জবানবন্দি না দিলেও তদন্তে সমস্যা হবে না।

কিন্তু পুলিশ এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। জানা যাচ্ছে, খুনের ঘটনায় মূল চক্রী সম্ভবত তাঁদের মেজো জামাইয়ের এক আত্মীয়। অশোক শাহ কিছু অর্থ ঋণ হিসাবে দিয়েছিলেন তাঁদের মেজো জামাইয়ের ওই আত্মীয়কে। ওই ঋণের টাকা মেটানো নিয়ে দীর্ঘ দিন ধরেই টালবাহানা চলছিল।

You might also like