Latest News

ভাবিনাকে পোলিও হারাতে পারেনি, অলিম্পিকের রুপো সোনায় বদলে গেল কমনওয়েলথে

দ্য ওয়াল ব্যুরো: চলতি কমনওয়েলথ গেমসে একের পর এক সাফল্য। ভারতীয় অ্যাথলিটদের দৌরাত্ম্যে সোনার পথে হাঁটছে ভারত। পাল্লা দিয়ে লড়াই করছেন প্যারা অ্যাথলিটরাও। সুধীরের পর এবার ভাবিনা। কমনওয়েলথে (Commonwealth Games 2022) প্যারা টেবল টেনিসে দেশের জন্য সোনা জয় ভাবিনা প্যাটেলের (Bhavina Patel)।

ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে হাঁটা চলার ক্ষমতা হারান তিনি। কিন্তু জীবন যুদ্ধে হেরে যাননি। ছোট থেকেই পড়াশুনার ফাঁকে খেলাকে নিজের জীবনের অঙ্গ করে তুলেছেন। দীর্ঘ অধ্যবসায় তাঁকে সাফল্যের সিঁড়ি চড়তে সাহায্য করেছে। হেরে না যাওয়া মনোভাবই তাঁকে বরাবর এগিয়ে নিয়ে গেছে।

ভাবিনা হাসমুখ ভাই প্যাটেল ওরফে ভাবিনা প্যাটেল, সদা হাসিমুখে থাকা মেয়েটির হাসি শনিবার মধ্যরাতে আরও চওড়া হল। দেশকেও গর্বিত করলেন তিনি। ভাবিনা যখন পোডিয়ামে ভারতীয় পতাকা ওড়াচ্ছেন তখন গুজরাতের মেহসানা গ্রামে খুশির হাওয়া। মধ্যরাতের অন্ধকার কেটে গেছে সোনার ঝলকে।

অলিম্পিকে যেটা হয়নি, কমনওয়েলথে সেটাই করে দেখালেন ভাবিনা। একাধিক আন্তর্জাতিক ইভেন্টে রুপো, ব্রোঞ্জ জিতেছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হল এই সোনা।

শনিবার কমনওয়েলথ গেমসের প্যারা টেবিল টেনিস মহিলা সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের ফাইনালে নাইজেরিয়ার ক্রিশ্চিয়ানা ইকপেওইকে হারিয়ে ভারতের জন্য সোনা নিশ্চিত করেছেন তিনি। শুধু একা তিনি নন, এই বিভাগে আরও একটি পদক এসেছে ভারতের। সোনালবেন মনুভাই প্যাটেলও ব্রোঞ্জ জিতেছেন। যা এল কথায় অবিস্মরণীয়।

কমনওয়েলথে আবার সোনা! কুস্তিতে সোনার আলোয় রবি ও ফোগত

You might also like