
দ্য ওয়াল ব্যুরো: ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রাহুল গান্ধী (Rahul Gandhi) বিজেপি ও আরএসএসকে আক্রমণ করতে গিয়ে প্রশ্ন তুলেছিলেন, বিজেপি ‘জয় শ্রীরাম’ বলে, কেন বলে না ‘জয়সিয়া রাম’। আজ একটু আগে রাহুলকে ‘চুনাভি হিন্দু’ অর্থাৎ ভোটের সময়ে হিন্দু বলে পাল্টা কটাক্ষ করল বিজেপি। দলের নেতা শাহনাওয়াজ হুসেন বলেন, ভোট এলেই রাহুল গান্ধীর মন্দির সফর শুরু হয়। নির্বাচনের মুখে উনি হিন্দু সাজেন। বিজেপির মতো দলকে ওঁর হিন্দুত্ব নিয়ে জ্ঞান দেওয়া শোভা পায় না।
ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল (Rahul Gandhi) এখন মধ্যপ্রদেশে আছেন। গত এগারো দিনে তিনি একাধিক মন্দিরে পুজো দিয়েছেন। তারমধ্যে অন্যতম হল উজ্জয়িনীর মহাকাল মন্দির। আজ সকালেও এক মন্দিরে গিয়ে মহন্তর সঙ্গে কিছুটা সময় কাটান। এদিন তাঁকে দেখা গিয়েছে কম্পিউটার বাবা নামে খ্যাত বিজেপি বিরোধী এক সাধুর সঙ্গে। তিনিও যোগ দেন ভারত জোড়ো যাত্রায়।
আরও পড়ুন: তৃণমূলের দুই সাংসদ বিজেপির সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ খেলছেন: অভিষেক
আজ রাহুল প্রশ্ন তোলেন, বিজেপি ও আরএসএস কেন শুধু জয় শ্রীরাম বলে, জয় সিয়ারাম বলে না কেন? এরপর নিজেই ব্যাখ্যা দেন, সঙ্ঘ পরিবার নারীর মর্যাদা, কৃতিত্বে বিশ্বাস করে না। তাই তারা সীতার নাম মুখে আনে না। জয় সিয়ারাম বলে না। বিজেপিও তাই জয় সিয়ারাম বলে না। বলে শুধু জয় শ্রীরাম। কারণ, বিজেপির জন্ম আরএসএসের গর্ভে। রামের বীরত্ব তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য, যা ভারতের ঐতিহ্য, সংস্কৃতির বিপরীত।
রাহুল (Rahul Gandhi) দাবি করেন, মন্দিরের এক মহন্তই তাঁর কাছে জানতে চান, কেন বিজেপি শুধু জয় শ্রীরাম বলে, জয় সিয়ারাম বলে না কেন? শুধু জয় শ্রীরাম বলে বিজেপি সীতা মা’কে অসম্মান করছে। রামায়ণ সীতাকে বাদ দিয়ে রামকে তুলে ধরেনি। সীতাকে বাদ দিয়ে রামায়ণ অসম্পূর্ণ। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সভায় রাহুল গেরুয়াবাদীদের উদ্দেশে বলেন, রামের পুজো করুন। কিন্তু সীতার অপমান করবেন না। জয় সিয়ারাম বলা অভ্যাস করুন।