
দ্য ওয়ার ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এর আগেও লটারির টিকিট ( Lottery Ticket ) কেটে কখনও ছশো, কখনও বারোশো টাকা জিতেছেন। কিন্তু এবার একেবারে পেয়ে গেলেন এক কোটি টাকা! এভাবেই রাতারাতি বদলে গেল ভাঙড়ের ( Bhangor) যুবক সাদ্দাম হোসেনের ভাগ্য।
শানপুকুরের বাসিন্দা সাদ্দাম সবজির গাড়ি চালান। বাড়িতে বাবা, মা, বোন ছাড়াও রয়েছেন স্ত্রী ও সন্তান। গোটা পরিবারের চাকা গড়ায় সাদ্দামের রোজগারে। সেই কাজেও নেই নিশ্চয়তা। যখন কাজ থাকে না, তখন অন্য কোনও কাজ করে সংসার চালাতে হয় সাদ্দামকে।
বিশ্বজয়ী হৃষিতা যেন পাড়ার রানি, চৌকাঠে ফাটানো হল নারকেল, চলছে দেদার মিষ্টিমুখও
বুধবার কাশিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি লটারির টিকিট কেটে ছিলেন সাদ্দাম। কে জানত ওই টিকিটই তাঁকে এনে দেবে কোটি টাকা? বৃহস্পতিবার নম্বর মেলাতেই সাদ্দাম জানতে পারেন, তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। এ খবর চাউর হতেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা গ্রামে। সকাল থেকে সাদ্দামের বাড়ির সামনে ভিড় জমে যায়।
সাদ্দাম জানিয়েছেন, এই টাকায় তিনি ব্যবসায় করবেন। বোনের বিয়ে দেবেন।ইতিমধ্যে পুলিশ সাদ্দামের বাড়ি গিয়ে টিকিট যাচাই করেছে।