Latest News

সাবধান! উত্তরপ্রদেশের হাল কাশ্মীর, বাংলার মতো হতে পারে, ভোটের আগে সতর্ক করলেন যোগী

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশে প্রথম দফার (First Phase) ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভোটারদের (Voters) সতর্ক করলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিজেপির তরফে এদিন টুইটারে যোগীর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে যোগী বলেছেন, “বিজেপি ক্ষমতায় এলে নির্ভয়ে জীবনযাপনের গ্যারান্টি দেবে।” পরে তিনি বলেন, “এখন ভোটারদের এমন একটা কথা বলতে চাই, যা আমি বহুদিন ধরে ভাবছি। গত পাঁচ বছরে অনেক চমকপ্রদ ব্যাপার ঘটেছে। সবাই সাবধান হোন। না হলে পাঁচ বছরের পরিশ্রম বৃথা যাবে। উত্তরপ্রদেশকে কাশ্মীর, কেরল বা বাংলা বানাতে বেশি সময় লাগবে না।”

একইসঙ্গে যোগী বলেন, “এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। গত পাঁচ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার মানুষের স্বার্থে অনেক কাজ করেছে। আপনারা সবই দেখেছেন।”

উত্তরপ্রদেশে এদিন ৫৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। কয়েকমাস আগে ওই অঞ্চলে কৃষক আন্দোলন তীব্র রূপ ধারণ করেছিল। এবারের ভোটে সেই আন্দোলনের প্রভাব পড়তে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।

You might also like