Latest News

বনেটে আটকে রয়েছেন যুবক, চিৎকার করছেন, তবু গাড়ি ছোটালেন তরুণী! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাতে এক তরুণীকে গাড়িতে হেঁচড়ে কয়েক কিলোমিটার নিয়ে যাওয়ার ঘটনা এখনও টাটকা। সেই আবহেই শুক্রবার বেঙ্গালুরুর রাস্তায় (Bengaluru Accident) দেখা গেল তেমনই এক চিত্র। তবে এবার চালকের আসনে এক তরুণী। পরিচিত এক যুবককে বনেটে ওপর রেখে তীব্র গতিতে এক কিলোমিটার রাস্তা পাড়ি দিলেন তিনি! গোটা রাস্তায় প্রাণের ভয়ে আর্তনাদ করতে করতে বনেট আঁকড়ে শুয়ে থাকলেন ওই যুবক। কিন্তু গাড়ি থামানোর কোনও লক্ষণই দেখা গেল না অভিযুক্ত তরুণীকে।

দিল্লির সুলতানপুরীতে অঞ্জলি সিংকে বর্ষবরণের রাতে যেভাবে গাড়ির তলায় ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তা দেখে শিউরে উঠেছে দেশবাসী। প্রথমে অঞ্জলির স্কুটারে ধাক্কা মারে গাড়িটি। অঞ্জলি পড়ে গিয়ে গাড়ির তলায় আটকে যান। অভিযোগ, ওই অবস্থাতেই তাঁকে ছেঁচড়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তা এগিয়ে যায় ঘাতক গাড়িটি। সেই ঘটনাই ঘটল বেঙ্গালুরুতে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর জ্ঞানভারতী নগরে। শুক্রবার প্রিয়াঙ্কা নামে এক তরুণীর গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অন্য একটি গাড়ির। সেই গাড়ির চালকের আসনে ছিলেন দর্শন নামে এক যুবক। এরপরই দু’জনের মধ্যে বচসা বাঁধে।

রাস্তার মাঝে এই বচসা একসময় ধস্তাধস্তিতে পরিণত হয়। অভিযোগ, সেইসময় প্রিয়াঙ্কা কিছু অভব্য আচরণ করেন। তারপর গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেই প্রিয়াঙ্কার গাড়ির সামনে এসে দাঁড়ান দর্শন।

পুলিশ সূত্রে খবর, প্রিয়াঙ্কার গাড়ি সেইসময় দর্শনকে ধাক্কা মারেন। তাতেই গাড়ির বনেটের ওপর পড়ে যান দর্শন। সেই অবস্থাতেই গাড়ি চালিয়ে বেরিয়ে যায় প্রিয়াঙ্কা। পুলিশের কাছে প্রিয়াঙ্কা পাল্টা অভিযোগ করেন, গাড়ি থামানোর পর দর্শন ও আরও ৩ জন তাঁর ওপর হামলা করেন। পুলিশ এই ঘটনায় দর্শন, প্রিয়াঙ্কা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

দেখুন ভিডিও—

প্রেমিককে স্যুটকেসে ভরে চলছিল ‘লুকোচুরি খেলা’, তাঁকে খুনের দায়ে গ্রেফতার প্রেমিকা

You might also like