
দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচেই ওড়িশার কাছে হেরে গিয়েছিল বাংলা। অনেকে ভেবেছিলেন রঞ্জিতে (Ranji Trophy) নকআউট পর্বে হয়তো মুখ থুবড়ে পড়বে বাংলা (Bengal Team) দল। সেটি আপাতত হচ্ছে না।
শুক্রবার ইডেনে মনোজ তিওয়ারির দল সেমিফাইনালে সামনের দাঁড়িয়ে রয়েছে। এম এস ধোনির রাজ্য ঝাড়খণ্ড হারের মুখে।
ঝাড়খন্ডের প্রথম ইনিংসে ১৭৩ রানের জবাবে বাংলা করে ৩২৮ রান। প্রথম ইনিংসে বাংলা লিড নিয়েছিল ১৫৫ রান।
সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়ল ঝাড়খন্ড। ম্যাচের তৃতীয় দিনের শেষে ধোনির রাজ্য দল ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করেছে। এগিয়ে আছে মাত্র ৭ রানে। হাতে রয়েছে ৩ উইকেট। ম্যাচ বাকি আরও দুই দিন। কারণ রঞ্জি নকআউট পর্বের খেলা হয় পাঁচ দিনের।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত বোলিং করেছেন আকাশ,শাহবাজ, ইশানরা। এদিন, অধিনায়ক মনোজ তিওয়ারি দুটি এবং আকাশদীপ একটি ক্যাচ না ফেললে আজই হয়তো জয় ছিনিয়ে নিতে পারত বাংলা। শুক্রবার যদিও খেলার চতুর্থ দিন। তার আগেই ম্যাচ জিতে নেবে বাংলা।
আকাশদীপ, আকাশ ঘটক ও শাহবাজ আমেদ দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট ঈশান পোড়েলের।