
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় বেজে গেছে ভোটের বাদ্যি। আগামী ১৬ ফেব্রুয়ারি হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election)। কংগ্রেস-সিপিএম, ত্রিপুরা মথা, বিজেপি আগেই আসন্ন নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছিল। রবিবার সেই পথে হেঁটেই নিজেদের ইস্তেহার প্রকাশ করল বাংলার শাসক দল (TMC Manifesto)।
ত্রিপুরার ৬০টি বিধানসভার মধ্যে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল (TMC)। অর্ধেকের কম আসনে প্রার্থী দিয়েও ত্রিপুরায় সরকার এলে রাজ্যবাসীর জন্য কী কী সুযোগ সুবিধা দেবে সেটাই এদিন ইস্তেহারের মাধ্যমে ঘোষণা করল তৃণমূল। এদিন সাংবাদিক সম্মেলন করে ইস্তেহার প্রকাশ করেন সাংসদ সুস্মিতা দেব, বাংলার মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস ও পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়।
কী কী আছে তৃণমূলের ইস্তেহারে—
বাংলার উন্নয়নকে রোল মডেল (Bengal Model) করেই ত্রিপুরার মানুষকে পরিষেবা ও সূযোগ-সুবিধা দিতে চায় বলে এদিন ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে জানায় তৃণমূল। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য– প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষ যে যে সুবিধা পাচ্ছেন, সেটাই ত্রিপুরার মানুষকে দেওয়া হবে, সেটাই উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে রয়েছে।
- ২ লাখের বেশি কর্মসংস্থান করা হবে। টেকনিক্যাল স্কিল ইউনিভার্সিটি তৈরি হবে ত্রিপুরায়।
- লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে সরকার সহ পরিষেবা দেওয়ার কথা রয়েছে ইস্তেহারে।
- তৃণমূলের ইস্তেহারে নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। থানায় থানায় থাকবে এসওএস নম্বর। যেকোনওরকম আপদ-বিপদের কথা ওই নম্বরে ফোন করে জানাতে পারবেন রাজ্যের মহিলারা।
- বয়স্ক মানুষদের জন্য পেনশনের ব্যবস্থা করা হবে। ২ হাজার টাকা করে বার্ধক্য ভাতা বয়স্ক মানুষদের দুয়ারে পৌঁছে দেবে তৃণমূল।
- অগ্রাধিকারের ভিত্তিতে ২ লাখের বেশি ঘরে পরিবার পিছু তিনটি করে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।
- জলের পাইপ লাইনের কাজ শেষ করা থেকে কাঁচা রাস্তা পাকা করার কথাও বলা হয়েছে।
- এছাড়াও অনগ্রসর শ্রেণির চতুর্থ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের মাসিক ১ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের প্রতিটি কৃষকের পরিবার পিছু বার্ষিক ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি দু’দিনের সফরে ত্রিপুরা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন ইস্তেহার প্রকাশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে, রাজনৈতিক মহল।
অনুব্রতর জেলায় এসপি বদল, নগেন্দ্রকে পাঠানো হল পুলিশ ডিরেক্টরেটে