Latest News

খিচুড়ি-লাবড়া-পায়েস, আর মুম্বই শিবাজী পার্কের পুজো

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি যেখানেই যাক, ক্লাব তৈরি হবেই। তেমনই এক ক্লাব হল আরব সাগর পাড়ের বেঙ্গল ক্লাব (Bengal Club Durga Puja)। এই মুহুর্তে যেখানে চলছে উৎসবের প্রস্তুতি। ক্লাবের বয়স একশো পেরিয়েছে। কিন্তু পুজোর উন্মাদনা এখনও এক। জোরকদমে প্রস্তুতি চলছে মুম্বই প্রবাসী বাঙালিদের ওই পুজোর।

এবছর, কোভিডের চোখরাঙানি নেই। তাই এবারের পুজোর জাঁকজমক অনেক বেশি। তৈরি হয়েছে ১৭ ফুট উচ্চতার প্রতিমা। মণ্ডপ তৈরি করেছেন বলিউড সিনেমার শিল্প নির্দেশক নীতিন দেশাই। পুরোনো ভারতীয় মন্দিরের আদলে তৈরি হয়েছে গোটা মণ্ডপটি। থাকবে একসঙ্গে খাওয়া-দাওয়া। মেনু খিচুড়ি, লাবড়া, চাটনি ও পায়েস। এছাড়াও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে (Bengal Club Durga Puja)।

এই পুজোয় দুর্গার পরনে থাকে বেনারসি। আর অসুরের ধুতি। বেঙ্গল ক্লাবের পুজোর এটাই রীতি। ১৯২২ সালে ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে বসবাসকারী প্রবাসী বাঙালিদের কয়েক জন মিলে সেখানে গড়ে তুলেছিলেন বেঙ্গল ক্লাব। সেই থেকেই প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন হচ্ছে। প্যান্ডেলে থাকছে একাধিক স্টল। থাকবে বাংলার ঐতিহ্যবাহী কুটির ও হস্তশিল্পের প্রদর্শনী।

প্রবীণ আর দৃষ্টিহীনদের জন্যও সাজছে মণ্ডপ! নির্ঝঞ্ঝাটে ঠাকুর দেখবেন তাঁরাও

You might also like