
দ্য ওয়াল ব্যুরো: এমএস ধোনির রাজ্য ঝাড়খণ্ডকে উড়িয়ে দিয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে চলে গেল বাংলা। বৃহস্পতিবারই চিত্রটা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার সকালে ঝাড়খণ্ডকে নয় উইকেটে হারিয়ে দিয়েছেন মনোজ তিওয়ারিরা। বাংলার এবার আসল লড়াই শুরু।
বাংলার প্রথম ইনিংসে ৩২৮ রানের বিনিময়ে ঝাড়খণ্ড ১৭৩ রানে শেষ হয়ে যায়। টসে জিতে বাংলার প্রথমে বোলিং নেওয়াই টার্নিং পয়েন্ট হয়ে গেছে।
বাংলার বোলাররাই এই ম্যাচে আসল নায়ক। আকাশ দীপ সিং ও মুকেশ কুমারের বোলিংয়ে উড়ে গেছে বিপক্ষে থাকা দল।
ঝাড়খণ্ড এই ম্যাচে ভাল করে সার্ভিস পেল না দলের তারকা ক্রিকেটার সৌরভ তিওয়ারির। তিনি চোটের কারণে ছন্দে ছিলেন না।
বরং বাংলা দলের মধ্যে ভারসাম্য বজায় ছিল। দলের ব্যাটসম্যানদের পাশে দলের পেস বোলাররা নিজেদের সেরাটা দিয়েছেন।
বাংলার ব্যাটিং ইনিংসে অভিমুন্য ঈশ্বরন, সুদীপ ঘরামী ও শেষদিকে শাহবাজ আমেদ ৮১ রান করে বাংলাকে টেনেছেন।
বোলিংয়ে আবার আকাশদীপ, মুকেশ ও ঈশান পোড়েল ভাল বল করে দলের নেতার আস্থা অর্জন করেছেন।