Latest News

ত্রিপুরার পর ওড়িশাতেও পুরভোটের তোড়জোড় শুরু, বাংলায় হবে কবে

দ্য ওয়াল ব্যুরো: পুরভোটের (Civic polls) ঘণ্টা বেজে গেল ওড়িশাতেও। সোমবার থেকেই বাংলার এই প্রতিবেশী রাজ্যে পুরভোটের প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার। ১১৫টি পুরসভার মধ্যে ১০৮টি পুরসভায় ভোটের প্রস্তুতি শুরু হয়েছে ওড়িশায়।

ওড়িশার আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী প্রতাপ জানা এদিন জানিয়েছেন জানুয়ারির ২০ তারিখের মধ্যে সে রাজ্যে পুরভোট আয়োজন করা যাবে। সেই টার্গেট নিয়েই এগোচ্ছে সরকার। এদিকে বাংলার নিকটবর্তী আরও এক রাজ্যে পুরভোটের তোড়জোড় শুরু হয়ে গেছে। ত্রিপুরায় পুরভোটের দিন ঘোষণা হয়েছে ২৫ নভেম্বর। ভোটগণনা হবে ২৮ তারিখ। আগরতলাসহ মোট ২০টি পুরসভার ভোট হবে ত্রিপুরায়।

বাংলাতে এখনও পুরভোট কবে হবে তা স্পষ্ট নয়। ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, উপনির্বাচন মিটে গেলে পুরভোট হবে। কলকাতাসহ শতাধিক পুরসভার ভোট বাকি আছে এই রাজ্যে। কবে সেই ভোট হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

নবান্ন সূত্রের খবর, বাংলায় পুরভোট হতে পারে ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে। যদি ডিসেম্বরে হয়, তবে সব পুরসভার ভোট হবে না। মূলত তিনটি পুরসভায় ভোট হলেও হতে পারে ডিসেম্বরে, আর সেগুলি হল, কলকাতা, হাওড়া এবং বিধাননগর। সূত্রের খবর, বাকি পুরসভার ভোট হতে পারে ফেব্রুয়ারি মাসের শুরুতে।

যদিও রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, নবান্নের তরফে পুরভোট নিয়ে এখনও কিছুই জানানো হয়নি। কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, এখনও পুরভোটের আয়োজন নিয়ে কোনও বার্তা উপরমহল থেকে আসেনি। তবে কলকাতার পুরভোট ডিসেম্বরে হলেও হতে পারে। আর যদি তা না হয়, ফেব্রুয়ারিতে সব পুরসভার ভোট একসঙ্গে হবে।

সূত্রের খবর, ইভিএম চেকিংয়ের জন্য পাঠানো হচ্ছে। সব ঠিক থাকলে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ এলে ডিসেম্বরেই কলকাতার পুরভোট হতে পারে।

You might also like