Latest News

Beleghata ID: করোনামুক্ত বেলেঘাটা আইডি! দু’বছর পর প্রথমবার

দ্য ওয়াল ব্যুরো

(Beleghata ID) এবার শহরের আরেক হাসপাতাল করোনা মুক্ত (Covid Free)। বেলেঘাটা আইডি। দু’বছর আগে যখন প্রথম করোনার ঢেউ আছড়ে পড়েছিল বাংলায় সেদিন থেকেই বেলেঘাটা আইডিতে করোনা রোগীর চিকিৎসা চলছে। সরকারি হাসপাতাল হিসেবে বেলেঘাটা আইডিতেই প্রথম শুরু করোনা রোগীর চিকিৎসা। গত দু’বছরে এই প্রথম বেলেঘাটা আইডিতে আর কোনও করোনা রোগী ভর্তি নেই।

শেষ যিনি ভর্তি ছিলেন তাঁকে বৃহস্পতিবারই বেলেঘাটা আইডি থেকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়। যা রাজ্যের করোনা পরিস্থিতির জন্য সত্যিই সুখবর। বাংলা যে ধীরে ধীরে করোনা থেকে সেরে উঠছে তা এই ঘটনার ওপর চোখ রাখলেই স্পষ্ট হচ্ছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবদিক থেকে প্রস্তুতি নিয়েছিল আমরি। ২০২০ সালে মার্চ মাসেই যখন করোনার প্রথম ঢেউ আছড়ে পড়েছিল তখন এই হাসপাতালে করোনার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছিল। ১৭ মার্চ থেকে এই হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা শুরু হয়েছিল।

ভোরের ট্রেন বাতিলে বিক্ষোভ! শেওড়াফুলি-আরামবাগ শাখায় রেল অবরোধ

You might also like