
বেলেঘাটার খন্না হাইস্কুলে সিসিটিভি ক্যামেরা নিয়ে অভিযোগ তুলেছে সিপিএম। অভিযোগ, সেখানকার এক বুথে সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কোনওভাবেই যাতে বুথে কী চলছে তা ক্যামেরাতে ধরা না পড়ে সেই কারণেই এই ব্যবস্থা বলে অভিযোগ।
তবে সিপিএমের এই দাবি নস্যাৎ করে দিয়েছে সেই বুথের প্রিসাইডিং অফিসার। তিনি দাবি করেছেন সিসিটিভি ক্যামেরা ঢেকে রাখার অভিযোগ ভুল। সকাল থেকেই সচল রয়েছে ক্যামেরা। নজরদারি চলছে।
কলকাতার পুরভোটে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা কড়া করার জন্য সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত করা হয়েছে। ১৪৪ ওয়ার্ডের সবকটি বুথেই রাখা হয়েছে ক্যামেরা। তাকে ঘিরেও উত্তেজনা ছড়াল বেলেঘাটায়।