
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিন ২৪ পরগনা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ডায়মন্ডহারবারের (Diamond Harbour) সভা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ। তৃণমূল-বিজেপি সমর্থকদের সংঘর্ষে (TMC-BJP Clash) পুড়ল বাড়ি-গাড়ি (Fire)। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।
শনিবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডায়মন্ডহারবার পোর্ট ট্রাস্টের মাঠে রাজনৈতিক সমাবেশ করার কথা। কিন্তু সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার নানান জায়গায় পথ অবরোধ শুরু হয়। বিজেপির অভিযোগ, তাদের সমর্থকদের সভায় আসতে বাধা দিতেই পরিকল্পিতভাবে পথ অবরোধ করেছে তৃণমূল। এদিকে শাসকদলের দাবি, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদেই পথ অবরোধ করেছে মানুষ।
এই নিয়ে চাপানউতোরের মাঝে খবর পাওয়া রায় কুলপিতে বিজেপি সমর্থক বোঝাই বাসে ভাঙচুর চালানো হয়েছে। এরইমধ্যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল হটুগঞ্জে পৌঁছে যান। তিনি অবরোধ তুলে নেওয়ার কথা বললে অবরোধকারীরা পাল্টা কেন্দ্রের আটকে রাখা টাকা দেওয়ার দাবি জানায়। এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। সেইসময়ই বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে তৃণমূলের দাবি।
ডায়মন্ডহারবার থেকে মাত্র ৬ কিলোমিটার দূরের হটুগঞ্জের বেশ কিছু বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বহু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অসংখ্য বাইকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পুলিশ এলাকায় গিয়ে পৌঁছেছে। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে আছে।
স্কুলের ফাঁকা ক্লাসরুমে ক্লাস ফোরের ছাত্রীর শ্লীলতাহানি! আটক ১ শিক্ষক