
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বিয়ের জন্য প্যান্ডেল বাঁধা হয়ে গিয়ে ছিল। দুপুর তখন কনের গায়ে হলুদ পড়বে। সেই সময় হঠাৎ বিয়েবাড়িতে পুলিশ নিয়ে হাজির হন জয়েন্ট বিডিও। তাঁর উদ্যোগেই আটকে গেল বিয়ে। কিন্তু কেন?
তাঁদের দাবি, নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছে পরিবার, যা আইনত অপরাধ। তাই প্রশাসনের চাপে নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করতে হল পরিবারকে। ঘটনাটি ঘটেছে অন্দরানফুলবারি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার মণীন্দ্রনগর কলোনিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গেছে, মেয়েটির বয়স ১৬ বছর। অধিকারিকরা হঠাৎই বিয়ের অনুষ্ঠানে হানা দেন। সেখানেই নথি যাচাই করে বয়স সংক্রান্ত তথ্য জানা যায়। পরিবারের লোককে থানায় ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, চাইল্ড লাইনের হেল্পলাইনে অভিযোগ এসছিল নাবালিকার মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে ওই এলাকায়। অভিযোগ পেতেই ব্যবস্থা নেয় প্রশাসন। ইতিমধ্যে ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠাবার ব্যবস্থা করেছে প্রশাসন।