Latest News

ইডেনে নামছেন না সৌরভ! লেজেন্ড লিগে ব্যাট হাতে দেখা যাবে না বিসিসিআই প্রেসিডেন্টকে

দ্য ওয়াল ব্যুরো: ব্যাট হাতে মাঠে নামার কথা ছিল তাঁর, তাও আবার ঘরের মাঠে ক্রিকেটের নন্দনকানন ইডেনে (Eden Gardens)। সেই নিয়ে আপামোর বাঙালির মনে ছিল খুশির হাওয়া। পুজোর আগে বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে এর থেকে বড় উপহার কী হতে পারে। তাও আবার অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)! আনন্দে আত্মহারা ছিল কলকাতার মানুষেরা। কিন্তু জানা যাচ্ছে, লেজেন্ডস লিগে (Legends Cricket League) নামছেন না বিসিসিআই প্রেসিডেন্ট।

আগামী ১৬ সেপ্টেম্বর ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে একটি ম্যাচ ছিল ইডেনে। সেই ম্যাচের আকর্ষণই ছিলেন সৌরভ। প্রায় ১০ বছর পর তাঁকে ফের ব্যাট প্যাড পরে ক্রিজে নামতে দেখা যাবে এমনই জানা গিয়েছিল। ফলে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল চড়চড় করে। কিন্তু শেষ পাওয়া খবরে জানা গেছে, ওই ম্যাচে নামছেন না সৌরভ।

ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিও ম্যাচে খেলতে পারবেন না কলকাতার মহারাজ। কেন? জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৬ তারিখের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিসিসিআই প্রধান।

এই ম্যাচে সৌরভকে খেলানোর ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাঁর বন্ধু ও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস। তবে সৌরভের না খেলা নিয়ে তিনি মুখ খুলতে চাননি। এমনকি সৌরভের তরফ থেকেও এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু আয়োজকরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৌরভকে মাঠে নামানোর।

সূত্রের খবর, চেষ্টা চালানো হলেও সৌরভের খেলার সম্ভাবনা খুবই কম। তিনি একবার যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন তা নড়চড় হবে না। তবে বলা যায় না, এটা ক্রিকেট, আর সৌরভ ক্রিকেট মাঠের ছেলে। কখন কীভাবে রঙ পরিবর্তন হবে তার উত্তর শুধু সময়ের ওপরই নির্ভর করবে।

‘স্পেশাল মাস্ক’ পরে মাঠে চক্কর কাটছেন বিরাট! পাকিস্তান ম্যাচের আগে কোহলির ‘বিশেষ’ প্রশিক্ষণ

You might also like