
ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকাম বেড়িয়ার মঞ্চুর মোড় এলাকায়। শনিবার সকালে এলাকার বাসিন্দারা রাস্তার পাশে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পাশে পড়ে আছে তাঁর বাইকটি। জানা যায়, ওই কলেজ পড়ুয়ার নাম মোতাহার তরফদার। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে খবর, ২১ বছর বয়সী মোতাহার তরফদার বাসন্তীর সুকান্ত কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাইক নিয়ে বেরোন তিনি। একটি অনুষ্ঠানে যোগ দিতেই গিয়েছিলেন।
পুলিশের ধারণা, ভোর রাতে বাইকে করে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে, মোতাহারের মৃত্যু বাইক দুর্ঘটনার কারণে হয়েছে বলে মনে হলেও, ওই সময়ে কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত করছেন তাঁরা।
প্রধান শিক্ষকের ঘুষি অঙ্কের শিক্ষককে, নাক ফেটে রক্তারক্তি দেগঙ্গার স্কুলে