
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে বিস্ফোরণ! এবার বাসন্তী (Basanti Explosion)। বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তীর সর্দার পাড়া এলাকা। পুড়ে ছারখার হয়ে গেল একাধিক ঘর-বাড়ি। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বগটুইয়ের ঘটনার পরই তৎপর হয়ে ওঠে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বোমা, গোলা-গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে অভিযান চালাচ্ছে পুলিশ। একাধিক জায়গা থেকে বন্দুক, বোমা উদ্ধার হয়েছে। এর মধ্যেই বাসন্তীতে ঘটে গেল এই বিস্ফোরণ।

মঙ্গলবার সকালে বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান, এই বাড়িতে বোমা মজুত ছিল সেই বোমাই ফেটে এই বিস্ফোরণ। তবে কত বোমা মজুত ছিল ওই বাড়িতে তা জানা যায়নি।
এই বিস্ফোরণের ফলে একাধিক বাড়ি পুড়ে গেছে বলে খবর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। সাত সকালে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এমন ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ভুল চিকিৎসায় বালিকার মৃত্যুর অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের