Latest News

Baruipur: জল শেষ, মদের সঙ্গে ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে মৃত চার

দ্য ওয়াল ব্যুরো: মদের আসরে জল শেষ হয়ে গিয়েছিল। ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলেন সকলে। বারুইপুরে (Baruipur) তারপর থেকেই হুলস্থূল কাণ্ড। এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে ওই কীটনাশক মিশ্রিত বিষাক্ত মদ খেয়ে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পত্তির বিবাদ, ভাইকে মেরে শ্বাসরোধ করে খুন করল দাদা!

ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত কৃষ্ণমোহন রেলস্টেশন সংলগ্ন রানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণমোহন স্টেশনের রেলগেটের কাছেই রথীন গায়েনের বাড়িতে গত রবিবার থেকে মনসা ঠাকুরের গানের আসর বসেছিল। মঙ্গলবার ছিল সেই অনুষ্ঠানের শেষ দিন। সেদিনই এই বিপত্তি।

গানের আসরের শেষ দিনে একটি মুরগির পোলট্রি ফার্মে বসে মদ্যপান করছিল বেশ কয়েকজন। মদের আসরে জল শেষ হয়ে যাওয়ায় একজন যান জল আনতে। কিন্তু মদের ঘোরে জলের বদলে তিনি নিয়ে আসেন কীটনাশক। মদের সঙ্গে তাই মিশিয়ে খেয়ে ফেলেন তাঁরা।

সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র গলা জ্বালা। অসুস্থ অবস্থায় সকলকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানেই তিন জনকে মৃত ঘোষণা করা হয়। বুধবার সকালে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক জনের। বাকি দুজন চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like