
দ্য ওয়াল ব্যুরো: পায়েস ছাড়া যেমন জন্মদিন জমে না, তেমন পায়েস সুস্বাদু করতে গেলে চাই নারকেল। মেয়ের জন্মদিনে সেই নারকেলই পাড়তে গেছিলেন ভাতারের সিভিক ভলান্টিয়ার। কিন্তু জন্মদিনের সে আনন্দে নেমে এল বিষাদ। বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted Death) হয়ে মৃত্যু হল তাঁর।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Bardhaman) ভাতারের মাহাতা গ্রামে। মৃতের নাম চন্দন মণ্ডল (২৯)। তিনি ভাতার থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন। সোমবার তাঁর এক বছরের একরত্তি মেয়ের জন্মদিন ছিল। বাড়িতে পায়েস রান্না হবে। তার জন্যেই গাছ থেকে নারকেল পাড়তে গিয়েছিলেন চন্দন।
পরিবার সূত্রে খবর, একটি পাটকাঠি দিয়ে নারকেল পাড়ছিলেন তিনি। নারকেল গাছটির ঠিক পাশ দিয়ে ছিল একটি বিদ্যুতের লাইন। সেই তার যে কাটা ছিল তা চন্দনের জানা ছিল না। সেখানেই হাত লেগে যায় তাঁর। চন্দনকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেয়ের প্রথম জন্মদিনের দিনই বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: রেণুর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, মমতার পা ছুঁলেন হাত হারানো নার্স