Latest News

বরানগরে বটগাছ কেটে মাথা তুলছে বহুতল! ফুঁসছেন স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: গাছপালা কেটে অবাধে মাথা তুলছে বহুতল। কেউ কিচ্ছুটি বলার নেই। বরানগরে এই ছবিই দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। পাড়ার (Baranagar) লোকজনের মাঝে এ নিয়ে চাপা অসন্তোষ দানা বাঁধছে ঠিকই। এলাকার বয়স্করা পুরনো দিনের স্মৃতি হাতড়াচ্ছেন। কিন্তু উপায় নেই। প্রমোটারদের ভয়ে সকলেই মুখে কুলুপ এঁটেছেন।

অপর্ণার পাশে দাঁড়াল মানবাধিকার সুরক্ষা মঞ্চ, বিজেপি নেতাকে সীমান্তে ঘুরে আসার অনুরোধ

সম্প্রতি, বরানগরের ২৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় আবাসন তৈরির জন্য দেদার বৃক্ষনিধন শুরু হয়েছে। কেটে ফেলা হচ্ছে একটি প্রাচীন বটগাছ। যাতে একেবারেই খুশি নন স্থানীয়রা। তাঁদের মতে এতে পরিবেশ দূষিত হচ্ছে।

তবে এ ব্যাপারে ওই নির্মীয়মান আবাসনের মালিককে প্রশ্ন করা হলে তিনি দায় চাপিয়েছেন পুরসভার উপরে। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাতুল ঘোষের সঙ্গে কথা বলা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি, আসতে চাননি ক্যামেরার সামনেও। বরনগর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত রায় বলেন, গাছ কাটার অনুমতি পুরসভা দেয় না। এটা বনদফতরের বিষয়। পাশাপাশি দেদার গাছ কাটার এই ঘটনাকে নিন্দনীয় বলেছেন তিনি। আইনের পথে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like