Latest News

Bankura Old Couple: ‘ডাইনি’ অপবাদ দিয়ে খুনের হুমকি! ভয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নিলেন বৃদ্ধ আদিবাসী দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: ফের ‘ডাইনি’ অপবাদে ঘরছাড়া হলেন বৃদ্ধ আদিবাসী দম্পতি (Bankura Old Couple)। সারেঙ্গার নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের ডাকাই গ্রামের বাসিন্দা ওই দম্পতি। তাঁদের পাঁচ মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলেও কর্মসূত্রে বাইরে থাকেন।

সম্প্রতি গ্রামের কয়েকজন বৃদ্ধাকে ‘ডাইনি’ (Witch) অপবাদ দেয়। এরপর থেকে প্রতিদিন কয়েকজন গ্রামবাসী তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকী দম্পতিকে প্রাণে মারা হুমকিও দেওয়া হয়ে বলে অভিযোগ। তাই প্রাণ বাঁচাতে খাতড়া শহর সংলগ্ন লেদিশোল গ্রামে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই দুই বৃদ্ধ। বৃহস্পতিবার খাতড়ার মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিককে (Police)লিখিতভাবে অভিযোগ তাঁরা।

বৃদ্ধার অভিযোগ, কয়েকদিন আগে গ্রামের এক মহিলার স্বামী মারা যান। ওই ব্যক্তির মৃত্যুতে তাঁকে দায়ি করে এক গুনিন। তারপর থেকেই তাঁকে ‘ডাইনি’ অপবাদে দেয় গ্রামের একাংশ। এমনকী এলাকার কেউ অসুস্থ হলেও তাঁর উপর দোষ চাপাবার চেষ্টা করে। ওই দম্পতিকে প্রায়ই হেনস্থার শিকার হতে হয়েছে। নিয়মিত তাঁদের বাড়িতে এসে হামলা, মারধর করা হত। এমনকী খুনের হুমকিও দেওয়া হতো।

বাংলায় তো কিছুই হয়নি, জাতীয় সড়ক অবরোধ কেন, তুলে নিতে অনুরোধ মমতার

নির্যাতিত দম্পতির (Bankura Old Couple) মেয়ে বলেন, বেশ কিছু দিন ধরেই ডাইনি অপবাদ দিয়ে মা-বাবার উপর অত্যাচার করছে গ্রামের কয়েক। প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। পরে অত্যাচারের মাত্রা বাড়তেই থাকায় প্রাণের ভয়ে তাঁর বাড়িতেই বৃদ্ধ বাবা-মা।

অভিযুক্ত গ্রামবাসীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করলে কেউ মুখ খুলতে চায়নি। তবে পুলিশ অভিযোগ পেতে তদন্ত শুরু করেছেন।

You might also like