Latest News

বাঁকুড়ায় ডাক্তার-নার্সদের মধ্যে হু হু করে ছড়াচ্ছে করোনা, বন্ধ স্বাস্থ্যকেন্দ্র! বিপাকে স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের বহু কর্মীই করোনা আক্রান্ত। একের পর এক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী করোনার কবলে পড়ছেন, তাই টান পড়েছে হাসপাতালের চিকিৎসা বিভাগের কর্মীর। আর যার জেরেই বন্ধ হয়ে গেল বাঁকুড়ার দু নম্বর ব্লকের কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ইনডোর পরিষেবা দেওয়ার মতো স্বাস্থ্যকর্মীই নেই। আর এই ঘোর সংকটে দিশাহীন হয়ে পড়লেম স্থানীয়রাও। তাঁদের একটাই কথা, ‘অসুস্থ হলে যাবেন কোথায়?’

বাঁকুড়া জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আগেই চিকিৎসক ও নার্সিং কর্মী মিলিয়ে শতাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। সেখানেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। এবার সেই তালিকায় নাম লেখাল বাঁকুড়া দু নম্বর ব্লকের কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও।

জানা যাচ্ছে, কর্মরত ৯ জন নার্সিং কর্মীর মধ্যে ৫ জনই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। হাতে গোনা চিকিৎসকের মধ্যে দুজন চিকিৎসক ও তিন জন অফিস কর্মী করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই বুধবার থেকে হাসপাতালের ইনডোর পরিষেবা সাময়িক বন্ধ করে দেওয়া হল। হাসপাতালের ইনডোরে ভর্তি থাকা রোগীদের হয় ছুটি দিয়ে দেওয়া হয়েছে অথবা তাঁদের অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে কর্মী সঙ্কট কিছুটা মিটলে ফের ইনডোর পরিষেবা চালু হবে। এই অবস্থায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা। এক বাসিন্দার কথায়, ‘শুধু করোনা নয়, অন্যান্য রোগীদেরও চিকিৎসার একমাত্র পথ এই স্বাস্থ্যকেন্দ্র। তা বন্ধ হয়ে গেলে অসুবিধা তো হবেই।’

You might also like