
দ্রুত কঠোর ব্যবস্থার নির্দেশ হাসিনার, শান্তি মিছিল আওয়ামি লিগের, ‘পাশে আছি’, হিন্দুদের বার্তা
গত বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপূজার সময় ফেসবুকে ছড়ানো আপত্তিকর, ধর্মদ্রোহিতায় অভিযুক্ত পোস্টের জেরে। বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করে দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে হিন্দু মহল্লায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে তারা। স্থানীয় মিডিয়ায় ৬ জনের মৃত্যুর খবর বেরলেও তার সত্যতা যাচাই করা যায়নি।
প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রককে সজাগ থেকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান ইসলাম। বলেন, কুমিল্লার ঘটনার তদন্ত চলছে। ঠিক কী হয়েছিল, শীঘ্রই জানা যাবে। দোষীরা সাজা পাবেই।
এদিকে মঙ্গলবার হাসিনার ক্ষমতাসীন দল আওয়ামি লিগ দেশব্যাপী শান্তি, সম্প্রীতি মিছিল বের করেছে। দলের সাধারণ সম্পাদক ওবেইদুল কায়দার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় দপ্তরের সামনে সভায় বলেন, হিন্দু ভাই, বোনেরা ভয় পাবেন না। শেখ হাসিনা, আওয়ামি লিগ আপনাদের সঙ্গে আছে। শেখ হাসিনার সরকার সংখ্যালঘুদের বন্ধু বলেও দাবি করেন তিনি। দলীয় কর্মীদেরও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। বলেন, সাম্প্রদায়িক শক্তিগুলিকে দমন না করা পর্যন্ত শাসক দল রাস্তায় থাকবে। দেশব্যাপী দলীয় নেতা, কর্মীরা এইসব শক্তিকে সঠিক জবাব দিতে প্রস্তুত।