
হাসিনাকে হত্যার চেষ্টা, মামলার রায় ১০ অক্টোবর
বাংলাদেশের বিরোধী দল বিএনপি-র প্রাক্তন চেয়ারম্যান তারেক রহমান ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ওই মামলায় অভিযুক্তের সংখ্যা ৪৯। বিএনপি সরকারের আমলে এই মামলার তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। আওয়ামি লিগ ক্ষমতায় আসার পরে আসামির তালিকায়প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ আরও ৩০ জনের নাম যুক্ত করা হয়।
আওয়ামি লিগের অভিযোগ, তাদের নেতৃত্বকে হত্যা করার জন্য বিএনপি ও জামাত ওই হামলা করিয়েছিল। অন্যদিকে বিএনপি-র অভিযোগ, রাজনৈতিক কারণে তাদের নেতাদের এই মামলায় জড়ানো হয়েছে।