
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে টি ২০ বিশ্বকাপ (T20 World Cup)। সব দলই প্রায় তাদের দলগঠন ও জার্সির আত্মপ্রকাশ ঘটিয়েছে। এবার বাংলাদেশও (Bangladesh Jersey Cricket) তাদের নয়া জার্সি সামনে নিয়ে এল।
লাল ও সবুজ রঙের মিশেলে বানানো এই জার্সি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজে। এবার ভার্চুয়ালি এ জার্সি উন্মোচন করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তারপর সেটি সোশ্যাল সাইটে দেওয়া হয়েছে।
দৌড়চ্ছে হরমনপ্রীতের দল, এশিয়া কাপেও ভারত হেলায় হারাল শ্রীলঙ্কাকে
এবারের জার্সির থিমে প্রাধান্য পেয়েছে ঐতিহ্যবাহী জামদানি, রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। গাঢ় সবুজ রঙের সঙ্গে ব্যবহার করা হয়েছে টকটকে লাল রঙ। রয়েছে জলছাপও। বুকের বাঁ পাশে বিসিবি ও ডান পাশে বিশ্বকাপের লোগো। নিচের অংশে সাদা রঙে লেখা দেশের নাম।
জার্সি প্রকাশের পরেই বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজের উদ্দেশে পাড়ি দিয়েছে নিউজিল্যান্ডে। সেখানে কিউইরা ছাড়াও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ৭ ও ১৩ অক্টোবর পাকিস্তান এবং ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সাকিব আল হাসানের দলের।
সেই সিরিজ শেষ করে ১৫ অক্টোবরই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাবে টাইগাররা। সেখানে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। তারপর বিশ্বকাপের মূল মিশন শুরু ২৪ অক্টোবর।