
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) ইতিহাসে ২৫ মার্চ কালো দিন। ১৯৭১ সালের এই দিনেই ঢাকায় পাক সেনা গণহত্যা চালিয়েছিল। সেই দিনের কথা স্মরণ করেই এদিন রাত্রি নটা থেকে নটা এক মিনিট পর্যন্ত অন্ধকারে ডুববে গোটা বাংলাদেশ।
প্রতীকী ব্ল্যাকআউট হবে সর্বত্র। সরকারি দফতর-সহ সর্বত্র এই কর্মসূচি পালিত হবে। তবে বাদ থাকবে হাসপাতালের মতো জরুরি পরিষেবার ক্ষেত্র।
১৯৭১ সালে পাক সেনা অপারেশন সার্চ লাইট চালিয়েছিল। তাতে অসংখ্য মানুষের মৃত্যু হয়। ওই রাতেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বাংলাদেশ সরকারের তরফে নাগরিকদের কাছেও আবেদন জানানো হয়েছে, এই প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচিতে সামিল হওয়ার জন্য।