
দ্য ওয়াল ব্যুরো: ময়মনসিংহের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের তিনজনের (Bangladesh)। বাবা, মা, মেয়ে সক্কলে মারা গেছেন ট্রাকের ধাক্কায় (Accident)। আবার সেই মৃত্যুই জন্ম দিয়েছে নতুন প্রাণের। মৃত অন্তঃসত্ত্বার পেট ফেটে পথেই বেরিয়ে এসেছে নবজাতক।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রের খবর, মর্মান্তিক এই দুর্ঘটনা কবলিত পরিবারের কাহিনি। এই পরিবারের আরও অনেক সদস্যই নাকি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁদের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যেন অভিশপ্ত।
শনিবারের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাহাঙ্গীর আলম, তাঁর স্ত্রী রত্না আক্তার আর তাঁদের ৬ বছরের মেয়ে সানজিদার। অন্তঃসত্ত্বা রত্নাকে নিয়ে ডাক্তারের ক্লিনিকে গিয়েছিলেন জাহাঙ্গীর। সেখান থেকে ফেরার পথেই এই বিপত্তি। জাহাঙ্গীরের বাবা মুস্তাফিজুর রহমান চোখের জল থামাতে পারছেন না কিছুতেই। ছেলে, বৌমা, নাতনিকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তিনি। বলছেন, এই সড়ক আমারে শেষ করে দিছে।
কেন? কারণ এই একই রাস্তায় এর আগে মুস্তাফিজুরের পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। পথ দুর্ঘটনা যেন অভিশাপের মতো তাড়িয়ে বেড়ায় এই পরিবারটিকে।
২০০৪ সালে এই রাস্তাতেই পথ দুর্ঘটনার কবলে পড়েন মুস্তাফিজুরের ছোট ছেলে শামসুল হক। মৃত্যু হয় তাঁর। তারও আগে ১৯৯৫ সালে ওই একই রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আরেক ছেলে ফজলুল হক। তারপর ২০২২-এ ময়মনসিংহ মহাসড়ক একসঙ্গে কেড়ে নিল তিন প্রাণ। কান্না থামছে না মুস্তাফিজুরের। শোকে স্তব্ধ হয়ে গেছেন তাঁর স্ত্রী সুফিয়াও।
আরও পড়ুন: হরিদেবপুরে ফের উদ্ধার তরুণীর দেহ! বিছানায় পড়ে কলেজছাত্রী, মুখ দিয়ে বেরোচ্ছে গ্যাঁজলা