Latest News

Bangladesh: ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পোস্টার প্রকাশিত হল

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ছিল বাংলাদেশের (Bangladesh) জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম দিবস। দিনটি মর্যাদার সঙ্গে পালিত হল কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসে।

এদিনই দুপুরে শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ টিজার পোস্টার ভার্চুয়াল মাধ্যমে উন্মোচন করা হয়। এই সময় মুম্বইয়ে ছিলেন বায়োপিক চলচ্চিত্রটির পরিচালক শ্যাম বেনেগাল, ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাভিনদার বাকের প্রমুখ।

ঢাকা প্রান্তে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বেগম নুজহাত ইয়াসমিন, পরিচালক ঈশান আলী রাজা বাঙালি, বঙ্গবন্ধু বায়োপিকের সম্বয়ক মোহাম্মদ আল-আমীন, বঙ্গবন্ধু চরিত্রের অভিনেতা আরেফিন শুভ সহ অন্যান্য শিল্পী ও কলা-কুশলীরা। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ মুম্বই স্টুডিওতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুর উপর আন্তর্জাতিক গবেষণাকে ভিত্তি করে চলচ্চিত্রটির স্ক্রিপ্ট লেখেন বলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার অতুল তিওয়ারি ও শ্যামা জাইদি। বাংলার সংলাপ লিখেন বিখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূরের নেতৃত্বে বাংলাদেশের খ্যাতিমান পরিচালকদের একটি দল।

Image - Bangladesh: ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পোস্টার প্রকাশিত হল

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর পূর্ণদৈর্ঘ্য বায়োপিক চলচ্চিত্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। বায়োপিকের চরিত্রের বিপরীতে অভিনয় শিল্পী নির্বাচনের জন্য দুই পর্বে বাংলাদেশ- ভারতের মোট ৯০০ জন অভিনয় শিল্পীর অডিশন গ্রহণ করা হয়। প্রাথমিক বাছাইয়ের পর চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়োজনীয় সংখ্যক অভিনেতা-অভিনেত্রী চূড়ান্তভাবে নির্বাচন করেন।

এদিন কলকাতায় উপ-দূতাবাস ভবনে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর ভক্ত। বাবার কাছে শুনতে শুনতে আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর অনুরাগী। তাঁর শেখানো অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা আমরা করে চলেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ হাইকমিশনার তৌফিক হাসান, প্রথম সচিব (বাণিজ্যিক) শামসুল আরিফ এবং প্রথম সচিব (রাজনৈতিক) সানজিদা জেসমিন, প্রেস সচিব রঞ্জন সেন প্রমুখ।

ভোটে বিপর্যয় কাটিয়ে উঠতে ভাই-ভাতিজায় ভরসা মায়াবতীর

You might also like